মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-
চাঁপাইনবাবগঞ্জে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিউরশীপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের আওতায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সভাপতিত্ব করেন এসডিএফ চাঁপাইনবাবগঞ্জের জেলা ব্যবস্থাপক মো. মাহাবুবুর রশীদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাচোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. মো. কামাল উদ্দিন। এছাড়া বিভিন্ন বিভাগের চিকিৎসক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাচোল ও জেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের প্রতিনিধিরা কর্মশালায় অংশ নেন।
এসডিএফ-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা কর্মকর্তাসহ নাচোল উপজেলার ২টি ক্লাস্টারের ক্লাস্টার অফিসার, ক্লাস্টার স্বাস্থ্য ও পুষ্টি ফ্যাসিলিটেটর এবং গ্রাম সংগঠনের স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা কমিটির আহ্বায়করা।
কর্মশালার শুরুতে জেলা ব্যবস্থাপক মাহাবুবুর রশীদ জানান, ‘আরইএলআই’ প্রকল্পটি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে এসডিএফ বাস্তবায়ন করছে। এর মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, আর্থিক সহায়তা প্রদান, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য ও পুষ্টি সহায়তাসহ নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এসডিএফ-এর জেলা স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা ডা. মো. ইসমাঈল তাঁর উপস্থাপনায় জানান, নাচোল উপজেলার ৫০টি গ্রাম সমিতিতে ৫৭টি বিনামূল্যের হেলথ ক্যাম্প পরিচালনা করা হয়েছে, যেখানে ২০৫০ জনকে চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয় এবং ৮২ জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়। এ ছাড়া ৩২৬ জন গর্ভবতী মাকে মোট ৩১ লাখ ২৯ হাজার ৬০০ টাকা মাতৃত্বকালীন ভাতা এবং প্রসবে ঝুঁকিতে থাকা ২৭ জনকে মোট ২ লাখ ৭০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
স্বাস্থ্যসেবার পাশাপাশি শীতকালীন ৭,৮৬৭ ও গ্রীষ্মকালীন ৭,৪৮১ প্যাকেট সবজি বীজ, ৩৪,০০০-৫৯,৫০০ পিস আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম ও জিংক ট্যাবলেট, স্যালাইন এবং ৮,৫০০ পরিবারকে হাত ধোয়ার সাবান বিতরণ কার্যক্রম চালানো হচ্ছে।
তিনি আরও জানান, এসডিএফ-এর রেফারেন্সে আসা রোগীরা মূলত অতি দরিদ্র জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। তাই তাঁদের যথাযথ সেবা প্রদানে সংশ্লিষ্ট স্বাস্থ্যকেন্দ্রগুলোর সহযোগিতা প্রত্যাশা করেন।
প্রধান অতিথি ডা. মো. কামাল উদ্দিন এসডিএফ-এর কার্যক্রমকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন। তিনি বিশেষভাবে মাতৃত্বকালীন ও সিজারিয়ান ভাতা কর্মসূচিকে মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
কর্মশালার সভাপতি মাহাবুবুর রশীদ সমাপনী বক্তব্যে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে এসডিএফ-এর স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমকে দেশের সর্বত্র ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।