নিজস্ব প্রতিবেদক:-
বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির আয়োজনে টাঙ্গাইল জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ জুলাই (শনিবার) সন্ধ্যায় টাঙ্গাইল জেলা সদরে জাঁকজমকপূর্ণ পরিবেশে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির টাঙ্গাইল জেলা শাখার সভাপতি গ্রাম ডাক্তার রাসেল মিয়া। সম্মেলনের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি গ্রাম ডাক্তার মোঃ নজরুল ইসলাম (রিপন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার আবু সাইদ এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সাংবাদিক গ্রাম ডাক্তার আমিনুল ইসলাম (বুলবুল)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার আশরাফ সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি গ্রাম ডাক্তার মেহেদী আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাক্তার আব্দুল হালিমসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত কয়েক শত গ্রাম ডাক্তার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গ্রাম ডাক্তাররা যেন প্রাথমিক চিকিৎসা সেবায় সীমাবদ্ধতার মধ্যেও দায়িত্বশীল ভূমিকা পালন করেন এবং দেশের দুর্যোগ ও মহামারির সময় সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করে যান। তিনি টাঙ্গাইল জেলার সব গ্রাম ডাক্তারদের দ্রুত অনলাইনভুক্ত হওয়ার নির্দেশনা দেন। পাশাপাশি জেলা পর্যায়ে প্রতিটি থানা ও ইউনিয়ন কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন।
সভার উপস্থিত সদস্যরা প্রধান অতিথির বক্তব্যের প্রতি একমত পোষণ করেন।
সম্মেলনের শেষ পর্যায়ে সভাপতি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে কেন্দ্রীয় সভাপতি, বিশেষ অতিথি, সাধারণ সম্পাদক, প্রচার সম্পাদকসহ সকলকে উপস্থিত থেকে অনুষ্ঠানটি সফল করার জন্য শুভেচ্ছা জানান এবং আনুষ্ঠানিকভাবে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।