তুরাগ নদীতে ভেসে উঠল অজ্ঞাত যুবকের মরদেহ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৫ নভেম্বর ২০২৪ ০৪:৪৭ অপরাহ্ণ   |   ৩৫৪ বার পঠিত
তুরাগ নদীতে ভেসে উঠল অজ্ঞাত যুবকের মরদেহ

ঢাকা প্রেস.কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:-
 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তুরাগ নদীতে একটি অজ্ঞাত যুবকের মরদেহ ভাসতে দেখা গেছে।
 

সোমবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে।
 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মধ্যপাড়া ইউনিয়নের গলাচিপা এলাকায় নদীর পাড় ঘেঁষে যুবকের মরদেহটি ভাসতে দেখে এলাকাবাসী। পরে তারা পুলিশকে খবর দেয়। তবে, ঘটনার প্রায় চার ঘণ্টা পার হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি, যা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
 

এ বিষয়ে মৌচাক ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধারের বিষয়টি নৌ পুলিশকে জানানো হয়েছে এবং তারাই উদ্ধার কার্যক্রম পরিচালনা করবে।