নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | ঢাকা প্রেস
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার দক্ষিণ হালিশহর ৩৯ নম্বর ওয়ার্ডে শুক্রবার দিনব্যাপী তিনটি স্থানে উঠান বৈঠক, মতবিনিময় সভা ও গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম–১১ আসনের মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব শফিউল আলম।

সকালে তিনি নিউমুরিং ফকির মো. সওদাগর রোডের হালিশহর মডেল স্কুলে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষে এলাকাবাসীর সঙ্গে গণসংযোগ করেন তিনি।
বিকেলে নয়ারহাট বড়মিয়ার বাড়ি এলাকায় আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত নেতা, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বোর্ড পরিচালক ও সাবেক কাউন্সিলর আলহাজ্ব শফিউল আলম। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মো. নাজমুল হক খান।
বক্তব্য দেন কাউন্সিলর প্রার্থী মো. শাহেদ, জামায়াতে ইসলামীর নেতা মো. মাসুম হোসাইন, ছাত্রশিবির সভাপতি নাফিজুল ইসলাম নকিব, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সবুর আসিফ, আতিকুল্লাহ আশিক, মো. অলিউল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়া সন্ধ্যায় ৩৯ নম্বর ওয়ার্ডের ব্যাংক কলোনি রোডে আমীর সাধুর বাড়িতে অনুষ্ঠিত উঠান বৈঠকেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মো. শফিউল আলম।
বক্তব্যে তিনি বলেন, “নারী সমাজ আজ বিশ্বাস করে—জামায়াতে ইসলামীই আগামী দিনে ভরসা ও নিরাপত্তার প্রতীক। চাঁদাবাজি, জুলুম–নির্যাতনের বিরুদ্ধে তারুণ্যের জাগরণ আজ জামায়াতের পতাকাতলে। ন্যায়ভিত্তিক সমাজ ও আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য সাহসী সংগঠনগুলোকে নেতৃত্বে আনতে হবে।”
তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনের শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। গুম, খুন ও মিথ্যাচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আমাকে জনগণের সেবা করার সুযোগ দিন।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কাউন্সিলর প্রার্থী মো. শাহেদ, জামায়াতের বায়তুল মাল সম্পাদক মো. আব্দুর রহিম বিশ্বাস, জামায়াতে নেতা মো. আলমগীর হোসেন, উত্তর সাংগঠনিক সভাপতি মো. অলিউল্লাহ ও আশিক উল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভা শেষে প্রার্থী শফিউল আলম ইপিজেড এলাকার ভাসমান দোকানি ও পথচারীদের সঙ্গে কৌশল বিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন।