চট্টগ্রামে এনসিপি ও ছাত্র আন্দোলনের সড়ক অবরোধ, তীব্র যানজট

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০২ জুলাই ২০২৫ ০৪:৩৫ অপরাহ্ণ   |   ৩৩ বার পঠিত
চট্টগ্রামে এনসিপি ও ছাত্র আন্দোলনের সড়ক অবরোধ, তীব্র যানজট

হোসেন বাবলা (চট্টগ্রাম):-

 

চট্টগ্রাম নগরীর ব্যস্ততম জাকির হোসেন সড়কে বুধবার বিকেলে সড়ক অবরোধ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। অবরোধের কারণে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
 

আন্দোলনকারীদের অভিযোগ, পটিয়ায় শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ জানাতে তারা চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। তবে ডিআইজি তাদের সঙ্গে দেখা বা কথা বলতে রাজি হননি বলে দাবি করেন তারা।
 

অন্যদিকে পুলিশ বলছে, ডিআইজি কার্যালয়ে গিয়ে আলোচনার জন্য আন্দোলনকারীদের আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তারা সেখানে না গিয়ে কার্যালয়ের বাইরে ডিআইজিকে এসে কথা বলার দাবি জানান এবং পরে সড়ক অবরোধ করেন।
 

নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বলেন, “আলোচনার জন্য তাদের ডিআইজি স্যারের কার্যালয়ে ডাকা হয়েছিল। কিন্তু তারা সেখানে না গিয়ে রাস্তা অবরোধ করেছেন।”
 

এর আগে বিকেল ৩টার দিকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভে অংশ নেন এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।