ঢাকা প্রেসঃ
গ্রীষ্মকাল মানে আমের সমাহার। এই সময় সকালের, নাশতা, দুপুরের খাবার কিংবা রাতের খাবারের শেষে অনেকের আম খাওয়া অভ্যাস হয়ে দাঁড়ায়। কাটা আমের টুকরোর পাশাপাশি আমের জুস থেকে ওটস, দুধ-সহ বিভিন্ন খাবারের সঙ্গে আম মিশিয়ে খেলে দারুণ লাগে। চাইলে পাকা আম দিয়ে পুডিংও বানাতে পারেন।
উপকরণ:
প্রণালী:
পরিবেশনের জন্য টিপস:
এই রেসিপিটি মেনে চললে আপনিও সহজেই ঘরে বানাতে পারবেন মজাদার আমের পুডিং।