বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান।
এর আগে একই দিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানও হাসপাতালে গিয়ে ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নেন।
জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের জানান, ডা. শফিকুর রহমান বর্তমানে সুস্থ আছেন। প্রচণ্ড গরমের কারণে তিনি সাময়িক অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে এখন তার মধ্যে কোনো গুরুতর শারীরিক সমস্যা নেই এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।
তিনি আরও বলেন, “সমাবেশে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা প্রোগ্রাম স্থগিত করার কথাও ভেবেছিলাম, তবে আমির সাহেব নিজেই সেটি চাননি।”
এর আগে, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির। দুই দফায় মঞ্চে পড়ে গিয়ে পরে বসে থেকেই তিনি বক্তব্য শেষ করেন।
সমাবেশ শেষে দ্রুত তাকে রাজধানীর ধানমন্ডির ইবনে সীনা হাসপাতালে ভর্তি করা হয়।