ঢাকা প্রেস নিউজ
গাজীপুরের কালীগঞ্জে একটি সবজিবোঝাই পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে আজমতপুর-ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের নোয়াপাড়া হরিদেবপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, সিলেট থেকে কাঁচামাল নিয়ে একটি পিকআপ ভ্যান গাজীপুরের দিকে আসছিল। কালীগঞ্জের আজমতপুর-ইটাখোলা সড়কে পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। ওই জায়গায় পানি থাকায় গাড়ির গ্লাস খুলতে পারেননি তারা, যার ফলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি, তবে পুলিশ ধারণা করছে তারা পিকআপ ভ্যানের চালক, হেলপার এবং শসা ব্যবসায়ী ছিলেন।