ডা. জাহাঙ্গীর কবির ও তাসনিম জারার প্রতি পাঠানো নোটিশ প্রত্যাহার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৭ এপ্রিল ২০২৫ ১২:৪৮ অপরাহ্ণ   |   ৯৩ বার পঠিত
ডা. জাহাঙ্গীর কবির ও তাসনিম জারার প্রতি পাঠানো নোটিশ প্রত্যাহার

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে ডা. জাহাঙ্গীর কবির ও ডা. তাসনিম জারার বিরুদ্ধে পাঠানো আইনি নোটিশ প্রত্যাহার করা হয়েছে। রোববার এ তথ্য নিশ্চিত করেছেন নোটিশদাতাদের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব।
 

গত ২৪ এপ্রিল ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকি ও অন্যান্য অনলাইন মাধ্যমে অশ্লীল ও পর্নোগ্রাফিক কনটেন্ট প্রচারের অভিযোগে সরকারের কাছে পদক্ষেপ নিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। সেই নোটিশে ডা. জাহাঙ্গীর কবির ও ডা. তাসনিম জারার নাম উল্লেখ করা হয়েছিল, যা ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।
 

তবে পরে সংশোধিত নোটিশে জানানো হয়, ডা. তাসনিম জারার নামটি কেবল ডা. জাহাঙ্গীর কবিরের প্রসঙ্গে রেফারেন্স হিসেবে এসেছে এবং তাঁকে উদ্দেশ্য করে সরাসরি কোনো অভিযোগ তোলা হয়নি। বিষয়টি নিয়ে অনলাইন মাধ্যমে অতিরঞ্জিত প্রচারণা হয়েছে বলেও মন্তব্য করা হয়।
 

নোটিশ প্রত্যাহারের বিষয়ে ব্যারিস্টার পল্লব বলেন, সম্প্রতি ডা. তাসনিম জারা সামাজিক মাধ্যমে তাঁর অবস্থান ব্যাখ্যা করেছেন। তিনি জানান, তাঁর নাম ও ছবি ব্যবহার করে বহু ফেক ফেসবুক আইডি ও ইউটিউব চ্যানেল খোলা হয়েছে, যা তাঁর নিজস্ব নয়। তিনি সবসময় দায়িত্বশীল অবস্থান থেকে কাজ করেন। তাঁর এই ব্যাখ্যাকে সম্মান জানিয়ে এবং তাঁর প্রতি আস্থা প্রকাশ করে নোটিশদাতারা তাঁর নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।
 

একইসঙ্গে নোটিশে ডা. জাহাঙ্গীর কবিরের নাম উল্লেখ থাকায় নোটিশদাতারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।