আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ আয়োজন করছে ইসি। এর অংশ হিসেবে আজ বিএনপি এবং জামায়াতসহ মোট ১৩টি দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।
দিনের প্রথম পর্বে সকালে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, ইনসানিয়াত বিপ্লব, গণসংহতি আন্দোলন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এবং বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে বৈঠকে বসে ইসি।
অপরদিকে, দুপুর ২টা থেকে দ্বিতীয় দফার সংলাপে অংশ নেবে বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল। এর আগে গত দুই দিনে মোট ২৪টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
সংলাপে অংশ নেওয়া নেতারা সুষ্ঠু ভোট আয়োজনের স্বার্থে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নে ইসিকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি, সকল দলের জন্য সমান সুযোগ তৈরিতে (লেভেল প্লেইং ফিল্ড) কমিশনকে পদক্ষেপ নেওয়ারও অনুরোধ করেন তারা।