বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল পর্যন্ত চলমান অভিযানে ২০ জনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান।
তিনি বলেন, “গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আমরা অভিযান পরিচালনা করেছি। এ সময় ২০ জনকে আটক করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কারফিউ চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে।