প্রেমের টানে মালেশিয়ান তরুণী নাটোরে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৫ জানুয়ারি ২০২৫ ০৬:২৫ অপরাহ্ণ   |   ৩৬৮ বার পঠিত
প্রেমের টানে মালেশিয়ান তরুণী নাটোরে

ঢাকা প্রেস,নিজস্ব প্রতিনিধি:-
 


কথায় আছে প্রেমের মরা জলে ডুবেনা। দীর্ঘ ১৪ বছরের প্রেমের পর অবশেষে বাংলাদেশে এসে নাটোরের যুবক আনিছ রহমানকে  বিয়ে করলেন মালেশিয়ান তরুনী সিটি হাসনা ( ৩২) । 

 



শনিবার সকালে গুরুদাসপুর উপজেলার খুবজিপুর এলাকায় মায়ের সঙ্গে প্রেমিকের বাড়িতে আসেন ওই তরুণী।
 

আনিছ রহমান (৪২) নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খুবজিপুর এলাকার জলিল রহমানের ছেলে ও সিটি হাসনা মালয়েশিয়ার একটি শহরের মশিন জাকরি’র মেয়ে।
 

পরিবারের সদস্যরা জানান, ২০১০ সালে মালয়েশিয়ায় এক কর্মক্ষেত্রে আনিছের সঙ্গে সিটি হাসনার পরিচয় হয়। এরপর তাদের মধ্য গড়ে উঠে প্রেমের সম্পর্ক। দীর্ঘদিন ১৪ বছর ধরে চলছে তাদের প্রেমের সম্পর্ক। পাঁচ বছর আগে পারিবারিকভাবে দু’জনের বাগদান সম্পন্ন হয়। তবে ভিসা জটিলতায় কারণে ওই তরুণী বাংলাদেশে আসতে পারেননি। তবে বাংলাদেশি যুবক আনিছ মাঝে মাঝে মালয়েশিয়ায় যেতেন। অবশেষে শনিবার সকালে ওই মালয়েশিয়ান তরুণী নাটোরের গুরুদাসপুরের খুবজিপুর এলাকায় প্রেমিক যুবকের বাড়িতে আসেন। সঙ্গে ছিলেন তার মা। 
 

আজ রোববার  ( ৫ জানুয়ারি)  নাটোর আদালতে তাদের বিয়ে সম্পূর্ণ হয়। 
 

আনিছ রহমান বলেন, একই কোম্পানিতে আমরা চাকরি করতাম সে আমার লিডার ছিল।  এভাবে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।  প্রথমে তাদের পরিবার রাজি ছিল না কিন্তু অনেক জোরাজোরি করার পড়ে রাজি হয়েছে। ১৪ বছরের প্রেমের সম্পর্ক আমাদের। গতকাল বাংলাদেশে আমার স্ত্রী আসেন এবং আজকে   আমাদের পারিবারিকভাবে দু’জনের বিয়ে হয়েছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা সব সময় যেন হাসি খুশিতে থাকতে পারি।