কুমিল্লা মহানগরী জামায়াতের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত!

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৭ নভেম্বর ২০২৫ ০৫:২৮ অপরাহ্ণ   |   ৪২ বার পঠিত
কুমিল্লা মহানগরী জামায়াতের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত!

আবুল কালাম আজাদ ভূঁইয়া, কুমিল্লা প্রতিনিধিঃ

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৭টায় নগরীর আইটি হলে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে মহানগরীর সেক্রেটারী মু.মাহবুবর রহমান এর পরিচালনায় বক্তব্য রাখেন,কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মহানগরীর জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ মোছলেহ উদ্দিন,মহানগরী জামায়াত নেতা নুরে আলম বাবু,ইসরাফিল আলম,আমিনুল ইসলাম সোহেল প্রুমুখ।


আলোচনা সভায় নেতৃবৃন্ধ বলেন,
 জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত সিপাহী-জনতা বিপ্লবের স্মরণে পালিত স্মারক। কর্নেল (অবঃ) আবু তাহেরের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থান খালেদ মোশাররফের ৩ দিনব্যাপী সামরিক অভ্যুত্থানের পতন ঘটায়। এই বিপ্লবের ফলশ্রুতিতে জিয়াউর রহমান বন্দীদশা থেকে মুক্তি পান এবং পরবর্তীতে ক্ষমতায় আসেন।