সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:-
সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যাল কুমিরা শাখার নব নির্বাচিত ছাত্রদল এর সাধারণ সম্পাদক সানিফ এর বিরুদ্ধে ফেইক আইডি "জেনারেশন জেড পেইজ" সহ বিভিন্ন আইডি থেকে মিথ্যা,বানোয়াট,বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বখতেয়ার আহমেদ সানিফ।
আজ মঙ্গলবার ( ২৯ জুলাই) বিকাল ৪টায় সীতাকুণ্ড প্রেস ক্লাবের হল রুমে ভুক্তভোগী আইআইইউসি শাখার ছাত্রদলের সদ্য ঘোষিত সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ সানিফ লিখিত বক্তব্যে বলেন,ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আমাকে সেক্রেটারী পদে ঘোষণা করেন।আমি নির্বাচিত হওয়ার পর থেকে আমাদের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রিপন আমার বিরুদ্ধে একের পর এক উস্কানীমূলক,কুরুচিপূর্ণ মিথ্যা প্রপাগাণ্ডা ও আমার সুনাম নষ্ট করার জন্য বিভিন্ন ফেইক আইডি সৃষ্টি করে বিভ্রান্তি ছড়াচ্ছে, এমনকি ছাত্র সমাজের কাছে আদর্শবান ছাত্রদলের ইমেজ নষ্ট করার উদ্দেশ্য আমাদের কেন্দ্রীয় সংসদের টিম-৬ এর টিম প্রধান জিয়া উদ্দীন বাছেত ভাইয়ের বিরুদ্ধেও ফেইক আইডির মাধ্যমে বিভ্রান্তি ছড়ায়। রিপন কু- পরামর্শ দিয়ে আরো তিন ছাত্রদল নেতাকে পদ থেকে পদত্যাগ করায়,পদত্যাগীরা পরবর্তীতে রিপনের কু পরামর্শ বুঝতে পেরে পদত্যাগ প্রত্যাহার করে। রিপনের এ সমস্ত অপকর্মকান্ড প্রমানিত হওয়ায় তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন্দ্রের অনুমোদনক্রমে দলের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম তার স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়।রিপনকে বহিষ্কারের পর থেকে সে আরো বেপরোয়া হয়ে নব নির্বাচিত সাধারণ সম্পাদক সানিফকে ফেইক আইডি দিয়ে ফেইসবুকে ছাত্রলীগের ট্যাগ লাগিয়ে উস্কানীমূলক অপ-প্রচার করে।যা বাস্তবের সাথে কোন ধরনের সত্যতা বিন্দু মাত্র মিল নেই। তবে সানিফ রিপনকে এসমস্ত অপ-প্রচার করা থেকে বিরত থেকে সৎ পথে ফিরে আসার আহ্বান করে। এরপরও যদি এহেন কর্মকান্ড চালিয়ে যায় কেন্দ্র ছাত্রদল পরবর্তি ব্যবস্হা নেবেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন আইআইইউসি কুমিরা শাখার ছাত্রদলের সিনিয়র যুগ্ন-সম্পাদক সাকিব হোসেন, বাড়বকুণ্ড ইউনিয়ন ছাত্রদল সভাপতি কাজী জয়নাল আবেদীন বাবলু, ছাত্রদল নেতা নীরব মাহমুদ ও জামিল উদ্দীন সিয়াম প্রমূখ।