কুড়িগ্রামের ভূরুঙ্গামারী হাসপাতালে ভর্তি রোগীকে হত‍্যা চেষ্টায় গ্রেফতার ১

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৭ জুলাই ২০২৫ ১১:৫৬ পূর্বাহ্ণ   |   ৩৬ বার পঠিত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী হাসপাতালে ভর্তি রোগীকে হত‍্যা চেষ্টায় গ্রেফতার ১

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার হাসপাতালে ভর্তি রোগীকে হত‍্যা চেষ্টায় মোঃ লুৎফর রহমান নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ওই যুবকের কাছ থেকে দুটি ধারালো দেশীয় অস্ত্র (হাসুয়া) উদ্ধার করা হয়। শনিবার (০৫ জুলাই) সকালে আটক যুবককে কুড়িগ্রাম কোর্টে পাঠানো হয়েছে।
 

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোঃ হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 

জানা গেছে, শুক্রবার কচাকাটা থানার দক্ষিণ সরকার টারী গ্রামের আব্দুল করিম ও আমির হোসেনের মধ্যে জমিজমার বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়। পরে আহতরা ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে ওই গ্রামের জহুর আলীর ছেলে লুৎফর রহমান হাসপাতালে এসে দেশীয় অস্ত্র দিয়ে চিকিৎসারত রোগীর উপরে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগ তুলে অপর পক্ষের লোকজন। 
 

বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টি গোচর হলে তারা লুৎফর রহমানকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোঃ লুৎফর রহমানকে আটক করে। এ সময় ওই যুবকের নিকট থেকে ২টি দেশীয় ধারালো অস্ত্র (হাসুয়া) উদ্ধার করে পুলিশ।
 

অপরদিকে, গ্রেফতারকৃত যুবক মোঃ লুৎফর রহমান দাবি করেন তিনি তার পক্ষের লোকজনকে হাসপাতালে দেখতে গেলে বিরোধী পক্ষ তাকে আটক করে পুলিশে দেয়।
 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, হাসপাতালের ভিতরে ঢুকা এক যুবককে ধারালো ২টি দেশীয় অস্ত্রসহ আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
 

এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ আল হেলাল মাহমুদ জানান, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনপুর্বক শনিবার সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।