গতকাল ‘ব্লকেড অব ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচির ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলেন। তারই ধারাবাহিকতায় আজ শাহবাগ অবরোধ করা হয়। অবরোধের কারণে শাহবাগ ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা জানান, রোকনের ওপর হামলা ও প্রাণনাশের হুমকিদাতাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে প্রকৌশল খাতে কাঙ্ক্ষিত সংস্কারের জন্য একটি কমিশন গঠনেরও দাবি জানান তারা।
তাদের তিন দফা দাবি হলো—
১. নবম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত ৩৩ শতাংশ কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে।
২. দশম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য থাকা ১০০ শতাংশ কোটা বাতিল করে তা সবার জন্য উন্মুক্ত করতে হবে।
৩. বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না; এ নিয়ম ভঙ্গকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।