নতুন বাংলাদেশের স্বপ্ন: সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন হবে—প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ জানুয়ারি ২০২৫ ০৩:১৩ অপরাহ্ণ   |   ৮০৭ বার পঠিত
নতুন বাংলাদেশের স্বপ্ন: সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন হবে—প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ঢাকা প্রেস নিউজ

 

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন, সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের ভিত্তিতেই হবে নতুন বাংলাদেশের চার্টার, যা দেশের ভবিষ্যৎ পথনির্দেশনা হিসেবে কাজ করবে। এই চার্টারকে কেন্দ্র করেই অনুষ্ঠিত হবে আগামী নির্বাচন।

 

বুধবার (১৫ জানুয়ারি) সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চারটি সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে ড. ইউনূস এ কথা বলেন। তিনি এ ঘটনাকে "ইতিহাসের অংশ" আখ্যা দিয়ে বলেন, "এটা শুধু আনুষ্ঠানিকতা নয়, এক ঐতিহাসিক মুহূর্ত। আজকের এই প্রতিবেদনগুলো ধ্বংসপ্রাপ্ত জাতির পুনরুত্থানের প্রতীক।"

 

প্রধান উপদেষ্টা বলেন, "সংস্কার প্রতিবেদনের মাধ্যমে গণঅভ্যুত্থানের একটি চার্টার তৈরি হবে। এটি নতুন বাংলাদেশের জন্য একটি ভিত্তি হয়ে উঠবে। নির্বাচনসহ সবকিছু এই চার্টারের আওতায় সম্পন্ন হবে।"
 

তিনি আরও বলেন, "এই চার্টার কোনো দলীয় উদ্যোগ নয়; এটি একটি জাতীয় অঙ্গীকার। আমরা আশা করছি, সব রাজনৈতিক দল এতে সায় দেবে এবং এটি বাংলাদেশের অগ্রগতির পথে একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে থাকবে।"

 

সংস্কার কমিশনগুলোর কাজের প্রশংসা করে তিনি বলেন, "আমরা আপনাদের হাতে স্বপ্নের কাঠামো তৈরির দায়িত্ব দিয়েছিলাম। এই প্রতিবেদন সেই কাঠামোর প্রাথমিক রূপরেখা। এটি আলোচনার একটি ভিত্তি তৈরি করবে, যা সবার মতামত নিয়ে পূর্ণাঙ্গ চার্টারে রূপান্তরিত হবে।"

 

এই অনুষ্ঠানে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুদার, দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজসহ সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

 

ড. ইউনূস বলেন, "ভবিষ্যতের নির্বাচন এই চার্টারের ভিত্তিতে হবে, যা একটি ঐকমত্যের সরকার গঠনে সহায়তা করবে। চার্টারের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখা জাতীয় অগ্রগতির জন্য অপরিহার্য।"
 

তিনি এও উল্লেখ করেন, "চার্টার হারিয়ে গেলে স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়। তাই এটি আমাদের জাতীয় দায়িত্ব হিসেবে ধরে রাখতে হবে।"

 

প্রধান উপদেষ্টা এই চার্টারকে দেশের উন্নয়নের ভিত্তি হিসেবে অভিহিত করে এর গুরুত্ব তুলে ধরেন। এই চার্টারের মাধ্যমে বাংলাদেশের একটি নতুন অধ্যায়ের সূচনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।