সোনাগাজীতে কুখ্যাত ‘ডাকাত’ সাজু গ্রেপ্তার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ সেপ্টেম্বর ২০২৫ ০৩:২৫ অপরাহ্ণ   |   ৬২ বার পঠিত
সোনাগাজীতে কুখ্যাত ‘ডাকাত’ সাজু গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি:-

 

ফেনীর সোনাগাজীতে অভিযান চালিয়ে শাহজাহান ওরফে সাজু নামে এক কুখ্যাত ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে এ অভিযান পরিচালনা করা হয় বলে নিশ্চিত করেছেন সোনাগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।
 

শাহজাহান প্রকাশ সাজু উপজেলার সমপুর গ্রামের মাইন উদ্দিন ওরফে ছট্টোর ছেলে।
 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সাজু নিজ বাড়িতে অবস্থান করছে। খবর পেয়ে পুলিশ ভোরে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
 

ওসি সাইফুল ইসলাম জানান, সাজুর বিরুদ্ধে ফেনী সদর, সোনাগাজী, দাগনভূইয়া ও নোয়াখালীর বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র ও চুরিসহ অন্তত ১০টি মামলা রয়েছে।