মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ: বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতিবঞ্চিত যোগ্য প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতি (জিও) জারির দাবিতে গতকাল (১৮ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ জেলার নবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে এক প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের আয়োজনে এই কর্মসূচিতে নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ এবং আদিনা ফজলুল হক সরকারি কলেজসহ সকল সরকারি কলেজের প্রায় ১০০ জন প্রভাষক অংশগ্রহণ করেন। সকাল সাড়ে দশটায় শুরু হওয়া এই কর্মসূচি জিও জারি না হওয়া পর্যন্ত চলবে বলে ঘোষণা করা হয়।
কর্মসূচিতে বক্তব্য প্রদান করেন:
উক্ত কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেছেন: