ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া):-
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান চলাকালে ১৪টি ভারতীয় মহিষ ও ২৪০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ টাকা।
শনিবার (৩০ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি গত রাতে চরচিলমারী বিওপির ডিগ্রির চর মাঠ থেকে মালিকবিহীন ১৪টি ভারতীয় মহিষ এবং সীমান্তবর্তী উদয়নগর বিওপির আতারপাড়া গ্রাম থেকে মালিকবিহীন অবস্থায় ২৪০ গ্রাম ভারতীয় মাদক কোকেন উদ্ধার করেছে।