রোববার (২৫ জানুয়ারি) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘নীরব এলাকা’ বাস্তবায়নে পরিচালিত সমন্বিত অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
পরিবেশ উপদেষ্টা জানান, শব্দদূষণ নিয়ন্ত্রণে চালকদের সচেতন ও দক্ষ করে তুলতে বিআরটিএর মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ৫০টি আধুনিক সাউন্ড লেভেল মিটার ব্যবহার করে এই কার্যক্রম শুরু হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, বিমানবন্দর এলাকায় হর্নমুক্ত পরিবেশ বজায় রাখার উদ্যোগ ভবিষ্যতে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাতেও অনুসরণযোগ্য উদাহরণ হিসেবে কাজ করবে বলে সরকার আশাবাদী।
এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ উপস্থিত ছিলেন। তিনি বলেন, বিমানবন্দর এলাকাকে হর্নমুক্ত রাখতে পারলে তা পুরো নগরজুড়েই একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।