আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল হতে পারে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১১ নভেম্বর ২০২৫ ০২:০১ অপরাহ্ণ   |   ৪৯ বার পঠিত
আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল হতে পারে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে নির্বাচন কমিশন (ইসি) প্রথমবারের মতো সব প্রার্থীর জন্য একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা বাধ্যতামূলক করে ‘আচরণবিধি, ২০২৫’ জারি করেছে। সোমবার (১০ নভেম্বর) রাতে এই বিধিমালা গেজেট আকারে প্রকাশিত হয়।
 

বিধিমালা প্রণয়ন করা হয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ এবং ২০০৮ সালের আচরণবিধির সঙ্গে সমন্বয় করে, যেখানে কিছু নতুন ও কঠোর নিয়ম অন্তর্ভুক্ত করা হয়েছে।
 

নতুন বিধিমালায় উল্লেখযোগ্য বিষয়গুলো হলো:

  • ভোট প্রচারণায় পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ

  • ড্রোন ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

  • প্রার্থীর পক্ষে ২০টির বেশি বিলবোর্ড, ব্যানার বা ফেস্টুন ব্যবহার করা যাবে না

  • সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণায় অসৎ উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার নিষিদ্ধ
     

নির্বাচনী পরিবেশ রক্ষা ও ব্যয় নিয়ন্ত্রণের জন্য সকল রাজনৈতিক দল ও প্রার্থীদের ইসি-তে অঙ্গীকারনামা জমা দেওয়া বাধ্যতামূলক
 

আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর শাস্তির বিধান রয়েছে। কোনো প্রার্থী নিয়ম ভঙ্গ করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড এবং ১.৫ লাখ টাকা জরিমানা হতে পারে। রাজনৈতিক দলের জন্যও ১.৫ লাখ টাকা অর্থদণ্ড ধার্য করা হয়েছে। গুরুতর লঙ্ঘনের ক্ষেত্রে তদন্ত সাপেক্ষে প্রার্থীর প্রার্থিতা বাতিলের ক্ষমতা ইসিকে প্রদান করা হয়েছে।