মুরাদনগর উপজেলা প্রতিনিধি:-
কুমিল্লার মুরাদনগর থানার পুলিশের অভিযানে ৯৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি আনোয়ার হোসেন (৩০), পিতা-মৃত সুলতান আহমেদ বীর, মাতা-মমতাজ বেগম। তার বাড়ি মুরাদনগর উপজেলার ১৫নং পশ্চিম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পৈয়াপাথর মধ্যপাড়ায় (কামাল চেয়ারম্যানের বাড়ির পাশে) অবস্থিত।
পুলিশ সূত্রে জানা যায়, ৭ জুন ২০২৫ তারিখে মুরাদনগর থানায় সাধারণ ডায়েরি নং-৩১৮ অনুযায়ী, রাত ২টা ৪৫ মিনিটে মোবাইল ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা গোমতী নদী ব্রিজ এলাকায় অবস্থান করছিলেন। সেসময় ডিউটি অফিসার মোবাইল ফোনে খবর দেন যে,কোম্পানীগর বাজার আল মদিনা রেস্ট হাউস এলাকায় সন্দেহজনকভাবে একজন ঘোরাঘুরি করছে। এরপর আনুমানিক রাত ৩টা ২০ মিনিটে পুলিশ উক্ত স্থানে অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে ৯৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এ ঘটনায় মুরাদনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিয়মিত মোবাইল ডিউটির অংশ হিসেবে অভিযান চালিয়ে এই সফলতা এসেছে।