আজ বুধবার বিকেল তিনটায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময় করবে।
প্রতিনিধি দলে আরও রয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
বৈঠকে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিতসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।