আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া (ভাসানীপাড়া) গ্রাম থেকে প্রায় ৯ ফুট লম্বা একটি বিশাল অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) দুপুরে ভূরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশ সদস্যরা স্থানীয় সাপুড়ে মোজাহারের সহযোগিতায় সাপটি উদ্ধার করেন।
জানা যায়, সকাল থেকে ধান কেটে কাজ করছিলেন স্থানীয় কৃষকরা। হঠাৎ তাদের নজরে আসে বিশালদেহী অজগর সাপটি। এ খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক সৃষ্টি হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উৎসুক জনতার জন্য সুরক্ষাবেষ্টনী তৈরি করে সাপটির কোনো ক্ষতি রোধ করে।
স্থানীয়দের ধারণা, গত অক্টোবর মাসে ভারত থেকে সৃষ্ট পানিবাহিত বন্যার কারণে হয়তো সাপটি এ এলাকায় এসে পৌঁছেছে। ভূরুঙ্গামারী-কচাকাটা সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন জানান, সাপটি নিরাপদে উদ্ধার করে কুড়িগ্রাম বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কুড়িগ্রাম বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ সাদিকুর রহমান বলেন, “স্থানীয় সাপুড়ে সাপটি ধরেছিলেন। আমরা এটি গ্রহণ করে রংপুর বিভাগীয় বন দপ্তরে পাঠিয়েছি।”