ম্যাচে শুরু থেকেই বল দখলে আধিপত্য বিস্তার করতে থাকে ম্যানসিটি। ২৩তম মিনিটে গোলের দেখা পায় তারা। কেভিন ডি ব্রুইনের পাস থেকে গোল করে সিটিকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন বের্নারদো সিলভা। এই পর্তুগিজ তারকাই ব্যবধান দ্বিগুণ করেন ৩৭তম মিনিটে। ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় সিটি।
বিরতির পরও আধিপত্য ধরে রাখে স্বাগতিকরা। ৭৬তম মিনিটে গোল বাঁচাতে গিয়ে হেডে নিজেদের জালেই বল পাঠান রিয়ালের ব্রাজিলীয় ডিফেন্ডার এডের মিলিতাও। সিটি তাদের চতুর্থ গোলটি পায় যোগ করা সময়ের প্রথম মিনিটে। বদলি হিসেবে মাঠে নামার দুই মিনিটের মধ্যেই গোলটি করেন সিটির আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজ।
দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনাল উঠল ম্যানচেস্টার সিটি। ফাইনালে ম্যানসিটির প্রতিপক্ষ ইন্টার মিলান। তুরস্কের রাজধানী ইস্তানবুলে অনুষ্ঠিত হবে এবারের ফাইনাল।