হজ পালন শেষে ৫৯ হাজার ৩৩০ জন হাজি দেশে ফিরেছেন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ জুলাই ২০২৪ ১১:০৩ পূর্বাহ্ণ   |   ৫৫৫ বার পঠিত
হজ পালন শেষে ৫৯ হাজার ৩৩০ জন হাজি দেশে ফিরেছেন

আজ সকাল ৮টা পর্যন্ত ১৭টি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছেন।বুধবার থেকে শুরু হওয়া হজ ফ্লাইট অপারেশনের অংশ হিসেবে আজও আরও ৩টি ফ্লাইটে করে প্রায় ৮ হাজার হাজি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

 

এর মধ্যে ঢাকায় এসেছেন ৫৭ হাজার ৫৭২ জন, চট্টগ্রামে ১ হাজার ৫৬৮ জন এবং সিলেটে ২৯০ জন হাজি।বাকি হাজিরা আগামী ৮ আগস্টের মধ্যে দেশে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।