আজ সকাল ৮টা পর্যন্ত ১৭টি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছেন।বুধবার থেকে শুরু হওয়া হজ ফ্লাইট অপারেশনের অংশ হিসেবে আজও আরও ৩টি ফ্লাইটে করে প্রায় ৮ হাজার হাজি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
এর মধ্যে ঢাকায় এসেছেন ৫৭ হাজার ৫৭২ জন, চট্টগ্রামে ১ হাজার ৫৬৮ জন এবং সিলেটে ২৯০ জন হাজি।বাকি হাজিরা আগামী ৮ আগস্টের মধ্যে দেশে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।