ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম বলেছেন, "৫ আগস্টের পর দেশে একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে। এ সুযোগ যদি আমরা কাজে না লাগাতে পারি, তবে অতীতের মতোই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে।"
তিনি আরও বলেন, "আল্লাহ বলেছেন, যে জাতি নিজের ভাগ্য পরিবর্তনে সচেষ্ট না হয়, তার ভাগ্য আমি পরিবর্তন করি না। তাই আমাদের সতর্ক থাকতে হবে—আর যেন চাঁদাবাজ, খুনি, আয়নাঘরের রূপকার, কিংবা টাকা পাচারকারীদের সহযোগী না হই। বাংলার জমিনকে চাঁদাবাজমুক্ত ঘোষণা করতে হবে এবং তা বাস্তবায়ন করাও জরুরি।"
আজ শনিবার বিকেলে খুলনার শিববাড়ি মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
চরমোনাই পীর বলেন, "আমার মনে হচ্ছে, খুনি, ফ্যাসিস্ট ও টাকা পাচারকারী শেখ হাসিনা বুঝতেই পারেননি—৫ আগস্টের পর তাকে দেশ ছেড়ে পালাতে হতে পারে। আমি তাদের স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ আজ ঐক্যবদ্ধ। এই ঐক্যের জোয়ারে চাঁদাবাজ, খুনি ও টাকা পাচারকারীদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলতে হবে।"
তিনি বলেন, "আমরা আর মায়ের বুকফাটা কান্না দেখতে চাই না। সোহাগ নামে এক ব্যবসায়ীকে পাথর দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে—এ দৃশ্য জাতি আর দেখতে রাজি নয়। মাঠ খালি থাকলে আগাছা জন্মায়। তাই আগাছা দমনে সবাইকে এগিয়ে আসতে হবে।"
মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে চরমোনাই পীর বলেন, "এই বাংলাদেশ স্বাধীন করতে লাখো শহীদ রক্ত দিয়েছেন, পঙ্গু হয়েছেন। কিন্তু ৫৩ বছরে যারা দেশ চালিয়েছেন, তাদের কারও মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। বরং ন্যায়ের পক্ষে আওয়াজ তুললেই গুলি খেতে হয়েছে, মা হারিয়েছে সন্তান, ভাই হারিয়েছে চোখ, বহু মানুষ আজ পঙ্গু। এই চিত্র আমরা আর দেখতে চাই না।"
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
ইসলামী আন্দোলনের নায়েবে আমীর হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল,
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার,
ইসলামী আন্দোলনের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমাদ,
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মুফতি মোস্তফা কামাল,
কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা শুয়াইব হোসেন,
খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ।
পরিচালনায় ছিলেন নগর সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব ও মহানগর সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন।