পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে গতকাল শুক্রবার। ওইদিন অনলাইনে বিক্রি হয় ২৪ মার্চের টিকিট। সেই ধারাবাহিকতায় আজ (১৫ মার্চ) বিক্রি হবে ২৫ মার্চের টিকিট।
বাংলাদেশ রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী, এবার ঈদযাত্রায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের মোট আসন সংখ্যা ৩৫,৯৩৫টি। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে, তবে বিশেষ ব্যবস্থায় বিক্রি হওয়া টিকিট রিফান্ডযোগ্য নয়।
চাঁদ দেখার ভিত্তিতে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি হতে পারে। পাশাপাশি যাত্রীদের অনুরোধে ২৫% টিকিট যাত্রার আগে প্রারম্ভিক স্টেশন থেকে কেনা যাবে। একজন যাত্রী সর্বোচ্চ একবারে ৪টি আসনের টিকিট সংগ্রহ করতে পারবেন।
ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন জানান, ঢাকা থেকে পশ্চিম ও পূর্বাঞ্চলের মোট ৪৩টি আন্তঃনগর ট্রেনের টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি হচ্ছে।
এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রেলওয়ে কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে, যাতে যাত্রীরা সহজেই টিকিট সংগ্রহ করতে পারেন।