ঢাকা প্রেস নিউজ
ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে আটক ৭৮ বাংলাদেশি জেলেকে ভারত থেকে ফেরত পাঠানো হবে। ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক হওয়া এসব জেলেকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে, বলে জানিয়েছেন উড়িষ্যা পুলিশ।
১২ ডিসেম্বরের এক প্রতিবেদনে ভারতীয় বার্তাসংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দুই দিন আগে ভারতীয় কোস্ট গার্ড ৭৮ জন বাংলাদেশি জেলেকে আটক করে, আর এখন উড়িষ্যার পুলিশ তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
উড়িষ্যা রাজ্যের পারাদ্বীপ থানার ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ সন্তোষ কুমার জেনা বলেন, "কোস্ট গার্ড জেলেদের পুলিশের কাছে হস্তান্তর করেছে, যাতে তাদের পরিচয় যাচাই করা যায়।" তিনি জানান, "৭৮ বাংলাদেশি জেলেকে আটক করার পর তাদের পারাদ্বীপ থানায় নিয়ে আসা হয়, এবং তারপর যাচাই-বাছাইয়ের জন্য আমাদের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।"
এর আগে, ১০ ডিসেম্বর ভারতীয় কোস্ট গার্ড ভারতীয় জলসীমায় মাছ ধরার অভিযোগে দুটি বাংলাদেশি ফিশিং ট্রলারসহ ৭৮ জন জেলেকে আটক করে। ভারতীয় কোস্ট গার্ডের দাবি, ট্রলার দুটি আন্তর্জাতিক সমুদ্র আইন ও ১৯৮১ সালের মেরিটাইম জোন অব ইন্ডিয়া অ্যাক্ট লঙ্ঘন করে ভারতীয় জলসীমায় প্রবেশ করেছিল।