দক্ষিণ হালিশহরে আন্তঃ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন জানে আলম স্মৃতির শুভ সূচনা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৫ অক্টোবর ২০২৫ ০৭:২৩ অপরাহ্ণ   |   ১৬ বার পঠিত
দক্ষিণ হালিশহরে আন্তঃ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন জানে আলম স্মৃতির শুভ সূচনা

হোসেন বাবলা, ক্রীড়া প্রতিনিধি (চট্টগ্রাম):-


 

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে আন্তঃ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৫ (সিজন-৩)-এর উদ্বোধনী ম্যাচে প্রয়াত ফুটবলার জানে আলম স্মৃতি একাডেমি শুভ সূচনা করেছে। টানটান উত্তেজনার ম্যাচে তারা প্রয়াত উপদেষ্টা জিয়াউদ্দিন আহমেদ মন্টু স্মৃতি একাডেমিকে ট্রাইবেকার শুটআউটে ৬–৫ গোলে পরাজিত করে ফাইনাল রাউন্ডে জায়গা করে নিয়েছে। নির্ধারিত ৬০ মিনিটের খেলায় গোলশূন্য ড্র হওয়ায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়।
 

শনিবার বিকেলে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধন করেন সাবেক ফুটবলার ও ক্রীড়াবিদ মাহাবুব এলাহী। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর জাসাসের সিনিয়র সহ-সভাপতি, বন্দর মেরিন কন্ট্রাক্টর এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সংস্কৃতি ব্যক্তিত্ব দোস্ত মোহাম্মদ ভাই
 

একাডেমির পরিচালক, টিম ম্যানেজার ও ক্রীড়া সংগঠক মুহাম্মদ বাবুল হোসেন বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালক সদস্য মো. ইকবাল হোসেন, সাবেক কর্ণফুলী ক্লাবের কৃতি ফুটবলার মো. হারুন, সাবেক মেম্বার ও সমাজসেবক মো. কামাল উদ্দিন, একাডেমির উপদেষ্টা কোচ ও সাবেক ফুটবলার মো. আলাউদ্দিন, সাবেক ফুটবলার মো. আরিফ হোসেন, অভিভাবক সদস্য মো. সেলিম ও সহকারী কোচ মো. মামুন
 

খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন জয়ী দলের মো. আনিস। ম্যাচটি পরিচালনা করেন রেফারি মো. ওমর ফারুক, সহকারী শাখাওয়াত হোসেনমো. মুসা। ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করেন মো. আলাউদ্দিন
 

আগামী ৩১ অক্টোবর টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে প্রয়াত ফুটবলার শফিউল আলম স্মৃতি একাডেমিজিয়াউদ্দিন মন্টু স্মৃতি একাডেমি