কুড়িগ্রামে সাড়ে ১৭ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৩ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫৮ অপরাহ্ণ   |   ৩৫ বার পঠিত
কুড়িগ্রামে সাড়ে ১৭ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় ১৭ কেজি ৬শ গ্রাম গাঁজাসহ একরামুল হক (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।
 

বুধবার র‌্যাব বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মাদক ব্যবসায়ীকে ফুলবাড়ী থানায় সোপর্দ করেছে। পরে পুলিশ দুপুরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করেছে।
 

র‌্যাব জানান, চলমান মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টায় র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাওডাঙ্গা এলাকার মাদক একরামুল হক (৪৫) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক ব্যবসায়ীর শয়ন কক্ষের ওয়ারড্রব এর ভিতর থেকে ১৭ কেজি ৬শ গ্রাম গাঁজা জব্দসহ একরামুল হককে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ওই এলাকার মৃত হযরত আলীর ছেলে।
 

এ ব্যাপারে রংপুর র‌্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়ক বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন।
 

এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এর দায়িত্বে থাকা এস আই জাহাঙ্গীর আলম সরকার জানান, বুধবার সকালে র‌্যাব বাদী ফুলবাড়ী থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।