পাকিস্তান যদি সংঘাত বাড়ায়, সমুচিত জবাব দেওয়া হবে: রাজনাথ সিং

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ মে ২০২৫ ০৪:৩১ অপরাহ্ণ   |   ৯৮ বার পঠিত
পাকিস্তান যদি সংঘাত বাড়ায়, সমুচিত জবাব দেওয়া হবে: রাজনাথ সিং

অনলাইন ডেস্ক:-

 

বৃহস্পতিবার:
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানকে হুঁশিয়ার করে বলেছেন, “পাকিস্তান যদি এ মুহূর্ত থেকে সংঘাত আরও বাড়ানোর চেষ্টা করে, তাহলে ভারত সমুচিত জবাব দেবে।”

 

বৃহস্পতিবার দিল্লিতে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে রাজনাথ সিং জানান, ‘অপারেশন সিঁদুর’-এ ভারতীয় বাহিনী পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে অভিযান চালিয়ে শতাধিক সন্ত্রাসবাদীকে হত্যা করেছে। এ অভিযান এখনো চলমান বলেও জানান তিনি।
 

প্রতিরক্ষামন্ত্রী বলেন, “ভারত নতুন করে কোনো হামলার উদ্যোগ নিতে চায় না। তবে পাকিস্তান যদি ভারতীয় ভূখণ্ডে হামলা চালায়, তাহলে তা উপযুক্ত জবাব পাবে।”
 

ভারতের শীর্ষ সংবাদমাধ্যম ও বার্তা সংস্থা পিটিআই-এর প্রতিবেদনে বলা হয়, এই বক্তব্যের মাধ্যমে পাকিস্তানকে সরাসরি হুঁশিয়ার করেছেন রাজনাথ সিং।
 

বৈঠকে বিরোধী দলগুলোর নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানান, “সরকার আমাদের কিছু সংবেদনশীল তথ্য জানিয়েছে, যেগুলো গোপন রাখতে হবে। আমরা জানিয়েছি, এই পরিস্থিতিতে আমরা সরকারের পাশে আছি।”
 

ভারতের সংসদবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, “বৈঠকটি ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ। সব দলই দায়িত্বশীল আচরণ করেছে, কেউ কাউকে দোষারোপ করেনি।” সরকারের পক্ষ থেকে জানানো হয়, সামরিক অভিযান সংক্রান্ত জাতীয় ঐক্য গড়ে তুলতেই এই সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়েছিল।
 

প্রসঙ্গত, মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হওয়া সাম্প্রতিক সংঘাতে এখন পর্যন্ত উভয় পক্ষে অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। পাকিস্তান বলছে, ভারতের ক্ষেপণাস্ত্র ও গোলাগুলিতে তাদের ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অপরদিকে, নয়াদিল্লির দাবি, পাকিস্তানি গোলাবর্ষণে ভারতের অন্তত ১২ জন নিহত হয়েছেন।
 

সংঘাত দ্রুত বন্ধের আহ্বান জানিয়েছেন বিশ্বনেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনাকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করে দুই দেশকে সংযম দেখাতে বলেছেন।

সূত্র: বিবিসি