গফরগাঁওয়ে উপজেলা প্রাথমিক পর্যায়ে শিক্ষা পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ ফেব্রুয়ারি ২০২৫ ০১:০৭ অপরাহ্ণ   |   ১০১ বার পঠিত
গফরগাঁওয়ে উপজেলা প্রাথমিক পর্যায়ে শিক্ষা পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 

ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ে উপজেলা  প্রাথমিক পর্যাযে শিক্ষা পদক-২০২৫ এর ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা এবং পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে।

গফরগাঁও উপজেলা প্রশাসন ও উপজেলা  শিক্ষা অফিস আয়োজিত এঅনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ নূর এ আলম ভূঁইয়া।

ইসলামিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত কাল বুধবার দিনব্যাপী এ অনুষ্ঠানে সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ, শিক্ষক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।