বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন।
এর আগে, সমাবেশ শেষে ফেরার পথে শহরের পৌর পার্ক ও লঞ্চঘাট এলাকায় এনসিপি নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। দুপুর আড়াইটার দিকে বহরটি ওই এলাকায় পৌঁছালে ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, পুলিশ ও ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এর আগেই সমাবেশস্থলেও হামলা চালানো হয়, যাতে এনসিপির মঞ্চ ও চেয়ার ভাঙচুর করা হয় এবং সেগুলো রাস্তায় এনে আগুন ধরিয়ে দেওয়া হয়।
শহরজুড়ে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। সাংবাদিকদের মতে, পৌর পার্ক ও লঞ্চঘাট এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। পুলিশের ফাঁকা গুলি, রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুড়েও উত্তেজিত পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি।
সকল দোকানপাট বন্ধ, রাস্তাঘাটে যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এ ঘটনার প্রতিবাদে জাতীয় যুব শক্তি দেশব্যাপী ব্লকেড কর্মসূচির ডাক দিয়েছে।