রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান পাঠানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ আহ্বান জানানো হয়।
পোস্টে বলা হয়, "মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় যে কেউ অর্থসাহায্য পাঠাতে পারেন। প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান পাঠিয়ে এই মানবিক উদ্যোগে অংশগ্রহণের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হচ্ছে।"
সেই সঙ্গে অনুদান প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যাংক তথ্যও প্রকাশ করা হয়েছে।
হিসাবের নাম: প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল
হিসাব নম্বর: ০১০৭৩৩০০৪০৯৩
ব্যাংক: সোনালী ব্যাংক লিমিটেড, প্রধান উপদেষ্টার কার্যালয় কর্পোরেট শাখা।
আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে এই ব্যাংক হিসাবের মাধ্যমে আর্থিক সহায়তা পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।