ঢাকা প্রেস
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:-
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা ও বাঙালি নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় কৃষকরা তীব্র আতঙ্কে আছেন। গত কয়েকদিনে নদী দুটির পানি উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। বিশেষ করে, রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেল থেকে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত মাত্র ১৫ ঘণ্টায় বাঙালি নদীর পানি ২১ সেন্টিমিটার এবং যমুনা নদীর পানি ৩৯ সেন্টিমিটার বেড়েছে।
এর ফলে, উপজেলার নিচু এলাকায় অবস্থিত কৃষি জমিগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই, সোমবার সকাল পর্যন্ত প্রায় ১০ হেক্টর আমন ধান এবং ২ হেক্টর জমির মাসকলাই পানিতে ডুবে গেছে।
যদিও নদী দুটির পানি এখনো বিপৎসীমার নিচে রয়েছে, তবে পানি বৃদ্ধির এই হার অব্যাহত থাকলে আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কৃষকরা তাদের ফসল হারানোর আশঙ্কায় দিনরাত জাগরণ করছেন।