টেলিভিশন, চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা: আজিজুল হাকিম

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ মে ২০২৫ ১২:১২ অপরাহ্ণ   |   ৬৪ বার পঠিত
টেলিভিশন, চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা: আজিজুল হাকিম

ঢাকা প্রেস-বিনোদন ডেস্ক:-

 

আজিজুল হাকিম-জন্ম: ১৫ মে ১৯৫৯

পেশা: টেলিভিশন, চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা

বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা আজিজুল হাকিম জন্মগ্রহণ করেন কুমিল্লা জেলার মেঘনা উপজেলার লুটেরচর গ্রামে। তিনি প্রকৌশলী আবদুল হাকিম ও মহিজুন্নেসার সন্তান। ছাত্রজীবন থেকেই তাঁর নাট্যজগতে পদচারণা শুরু। পাশাপাশি তিনি ছিলেন একজন প্রতিভাবান ক্রীড়াবিদ—ঢাকার মাঠে নিয়মিত ফুটবল খেলতেন এবং ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের হয়ে প্রথম একাদশে খেলেছেন।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর (এমএ) ডিগ্রি অর্জন করেন ১৯৮৩ সালে। পরবর্তীতে ১৯৯৩ সালে তিনি নাট্যকার ও পরিচালক জিনাত হাকিমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের এক পুত্র মুহাইমিন রেদোয়ান এবং এক কন্যা নাযাহ হাকিম।

পুরস্কার ও সম্মাননা:

  • জয় জয়দিন পুরস্কার (১৯৯৪)

  • সাংস্কৃতিক পরিচালক সমিতির পুরস্কার (২০০১, ২০০২, ২০০৩)

  • বাংলাদেশ টেলিভিশন সাংবাদিক পুরস্কার (২০০২)

  • বাংলাদেশ সাংস্কৃতিক সাংবাদিক ফোরাম পুরস্কার (২০০৩)

  • বাংলা টিভি ইউকে লিমিটেড পুরস্কার (২০০৪)

আজিজুল হাকিমের শিল্পচর্চা ও কর্মনিষ্ঠা বাংলা নাট্যাঙ্গনে এক উজ্জ্বল দৃষ্টান্ত।
পরিশেষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।