ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জামায়াত ক্ষমতায় এলে নারী উদ্যোক্তাদের বিশেষ ঋণ প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করা হবে।
শনিবার (২০ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আয়োজনে ঢাকা-৮ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে “উন্নয়ন ভাবনা” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন।
ড. হেলাল উদ্দিন বলেন, দেশের উন্নয়নে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং নারী ও শিশুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। বেকারত্বের কারণে সমাজে অপরাধ বৃদ্ধি পায়, তাই বেকারত্ব দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তিনি অতীতের সরকারের কার্যক্রমকে সমালোচনা করে বলেন, তারা দেশের উন্নয়নের দিকে মনোযোগ দেয়নি, বরং নিজেদের স্বার্থের চিন্তায় ব্যস্ত ছিল।
দুর্নীতি, স্বজনপ্রীতি ও বিদেশে অর্থপাচারের দায়ে অতীতের সরকারকে নিন্দা জানিয়ে তিনি বলেন, জামায়াত প্রতিষ্ঠার পর থেকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন সংগ্রাম চালিয়ে এসেছে। দেশের শোষণকারী কোনো শক্তির কাছে কখনো মাথানত করবে না জামায়াত, এবং প্রয়োজনে জনগণের অধিকার প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করতে প্রস্তুত।
ড. হেলাল উদ্দিন শাহবাগ, রমনা ও সোহরাওয়ার্দী উদ্যানকে পর্যটন কেন্দ্র হিসেবে উন্নয়নের পরিকল্পনার ঘোষণা দেন। তিনি বলেন, ঢাকা-৮ আসন নতুন বাংলাদেশের মডেল হবে, যদি জনগণ সুযোগ দেয়।
তিনি আরও জানান, যানজট নিরসনে হকারদের উচ্ছেদ করে কর্মহীন করা হবে না; বরং পরিকল্পিত পুনর্বাসনের মাধ্যমে হকারদের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হবে। এতে যানজটও কমবে এবং বেকারত্বও দূর হবে। এছাড়া জামায়াত ক্ষমতায় এলে কোনো ব্যবসায়ী বা দোকানদারকে চাঁদা দিতে হবে না।
সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ সহকারী সেক্রেটারি মো. শামছুর রহমান। সঞ্চালনা করেন মহানগর কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমির শাহীন আহমেদ খান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরীর সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, মহানগরীর কর্মপরিষদ সদস্য শাহজাহানপুর পূর্ব থানা আমির মুহাম্মদ শরিফুল ইসলাম, মতিঝিল দক্ষিণ থানা আমির মোতাছিম বিল্লাহ, মতিঝিল উত্তর থানা আমির মো. শামছুল বারি, এবং মতিঝিল পূর্ব থানা আমির মো. নুর উদ্দিন।