কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড,চট্টগ্রাম:-
চট্টগ্রাম সীতাকুণ্ডের মুরাদপুর জেলেপাড়ায় সংঘবদ্ধ দূস্কৃতকারীদের কর্তৃক ১৮ আগষ্ট'২৫ ইং রাতে গনধর্ষণের স্বীকার মুরাদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা জেসমীন আক্তার (২০) কে পালাক্রমে গনধর্ষন করে ও ভিডিও ধারণ করেন একটি সংঘবদ্ধ দুষ্কৃতকারী দলের এজাহারভূক্ত চার আসামী কেই গ্রেফতার করেছে র ্যাব -৭।
এব্যাপারে ভিকটিম জেসমীন বাদী হয়ে ২১ আগষ্ট ২০২৫ ইং সীতাকুণ্ড মডেল থানায় একটি পর্ণোগ্রাফী সহ নারী ও শিশু নির্ষাতন দমন আইনে মামলা রুজু করেন। মামলা নং - ২৩ তারিখ- ২১/০৮/২০২৫ ইং।
মামলায় ৪ জন কে আসামী করা হয়।
র ্যাব -৭ সূত্রে জানায়,ধর্ষণ মামলার সূত্র ধরে র ্যাব- ৭ ছায়া তদন্ত শুরু করেন ও একে একে ৪ আসামী কে-ই বিভিন্ন স্হান থেকে গ্রেফতার করতে সক্ষম হন।সর্বশেষ ১ নং আসামী ওমর ফারুকপিতা- মাহাবুব আলস মুরাদপুর,সীতাকুণ্ড কে আজ শুক্রবার ০৩ অক্টোবর ভোরবেলায় চাঁদপুর জেলা থেকে আটক করেছে বলে র ্যাব- ৭ ক্যাম্প থেকে জানায়।
আটককৃত অন্যান্য আসামীরা হলো- ২ নং আসামী মোঃ ইমরান হোসেন,পিতা মৃত কামাল উদ্দিন,৩ নং ওয়ার্ড,জেলেপাড়া,মুরাদপুর।
৩ নং আসামী- খোকন,পিতা- মোঃ হানিফ,৩ নং ওয়ার্ড,জেলেপাড়া,মুরাদপুর।
৪ নং আসামী - মাহাবুবুল আলম, পিতা বাবুল,৩ নং ওয়ার্ড,জেলেপাড়া,মুরাদপুর, সর্ব থানা -সীতাকুণ্ড,জেলা- চট্টগ্রাম।
আসামীদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে। পূর্বে আটককৃত আসামীরা কোর্টে জবানবন্দীতে স্বীকারোক্তি প্রদান করেন।