ঢাকা প্রেস
পঞ্চগড় প্রতিনিধি:-
পঞ্চগড়ে আশ্বিন মাসের শেষের দিকে কুয়াশার আবির্ভাব শীতের আগমনের ইঙ্গিত দিচ্ছে। গত কয়েকদিন ধরে ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। কুয়াশার কারণে সকালে যানবাহন চালকদের হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়। তবে দিনের বেলায় সূর্য উঠলেই কুয়াশা কেটে যায়।
রোববার (১৩ অক্টোবর), পঞ্চগড়ে সূর্যের দেখা মেলেনি। মেঘাচ্ছন্ন আকাশ ও হিমেল হাওয়া শীতের আগমনেরই বার্তা দিচ্ছে। বিশেষ করে গ্রামাঞ্চলে ধানখেতে শিশিরের ফোটা আরও স্পষ্ট করে তুলে ধরেছে এই পরিবর্তন।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ২৩ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী দিনগুলিতে তাপমাত্রা আরও কমতে পারে।
পঞ্চগড়ের স্থানীয় বাসিন্দা মইনউদ্দিন জানিয়েছেন, গত দুদিন ধরে সকালে কুয়াশা পড়ছে এবং হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। তার মতে, এবার শীত আগাম আসার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ রাসেল শাহ জানিয়েছেন, তাপমাত্রা কমে যাওয়া ও কুয়াশার আবির্ভাব শীতের আগমনেরই লক্ষণ। তিনি আরও জানান, প্রাকৃতিক পরিবর্তনের কারণে ষড়ঋতুর পরিক্রমা সঠিকভাবে বজায় না থাকার কারণেই শরতেই কুয়াশা দেখা যাচ্ছে।