সোমবার বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,
“বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে কেবলমাত্র তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বক্তব্যকেই আনুষ্ঠানিক বিবেচনা করা হবে। অন্য কোনো সূত্রের তথ্য বা মন্তব্য ব্যবহার না করার জন্য অনুরোধ করা হচ্ছে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলে তাৎক্ষণিকভাবে জানিয়ে দেওয়া হবে।”
👉 সংবাদ প্রচারে যথাযথ সতর্কতা বজায় রাখার বিষয়টি গুরুত্ব সহকারে অনুসরণ করার আহ্বান জানিয়েছে দলটি।