পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তবে কারা এ হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত করা যায়নি।
আমিনুল হক জানান, গুলিবিদ্ধ অবস্থায় কিবরিয়াকে গুরুতর আহত অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পল্লবী, মিরপুর ও আশপাশের এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পল্লবী থানার ওসি মফিজুর রহমানও গোলাম কিবরিয়ার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কিবরিয়া পল্লবী থানা যুবদলের নেতা ছিলেন। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, সন্ধ্যায় পল্লবী সেকশন-১২ এলাকার বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি দোকানে বসেছিলেন গোলাম কিবরিয়া। সে সময় মোটরসাইকেলযোগে আসা তিন যুবক দোকানে প্রবেশ করে কিবরিয়ার মাথা, বুক ও পিঠে গুলি করে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে সাত রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।