মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে গম্ভীরা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে জাসাস চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক জনাব গোলাম জাকারিয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নই দেশের সুশাসন ও গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ। জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি ও সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে এই দফাগুলোর বার্তা ছড়িয়ে দিতে হবে।”
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাধারণ জনগণের উপস্থিতিতে গম্ভীরা, সংগীত ও নাটকের মাধ্যমে দেশের বর্তমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরা হয়।