বৃহস্পতিবার (২৮ আগস্ট) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ সতর্কবার্তা দেওয়া হয়।
পোস্টে বলা হয়েছে, ভিসা আবেদনকারীর বিরুদ্ধে কোনো অপরাধমূলক দণ্ড থাকলে তা আজীবন যুক্তরাষ্ট্রে প্রবেশের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এমনকি অপেক্ষাকৃত ছোট অপরাধও ভিসা প্রত্যাখ্যানের কারণ হতে পারে। কনস্যুলার অফিসাররা আবেদনকারীর পূর্ববর্তী অপরাধ, আইন লঙ্ঘন কিংবা গ্রেপ্তারের তথ্য দেখতে সক্ষম। তাই আবেদন ও সাক্ষাৎকারে সত্য তথ্য দেওয়া অত্যন্ত জরুরি, নইলে কঠোর নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।
এর আগে, গত ১০ জুলাই দূতাবাসের এক ঘোষণায় জানানো হয়েছিল, ভিসা প্রার্থীদের অবশ্যই ডিএস-১৬০ ফরমে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম (হ্যান্ডল) উল্লেখ করতে হবে। আবেদনকারীরা যে তথ্য জমা দেবেন, তা সত্য ও সঠিক বলে স্বাক্ষর করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম সংক্রান্ত তথ্য গোপন করলে শুধু ভিসা প্রত্যাখ্যান নয়, ভবিষ্যতে ভিসার যোগ্যতা থেকেও বঞ্চিত হওয়ার ঝুঁকি থাকবে।