ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):-
বাংলাদেশের শীর্ষ ক্রাইম জোন হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাস, মাদক, ভূমিদস্যুতা, এবং খুন-খারাবি পরিস্থিতি ভয়াবহ। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর তৈরি করা সন্ত্রাসী চক্র এখনো সক্রিয়ভাবে নাশকতার কাজে লিপ্ত। বর্তমান সময়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য পরিচয়ধারী দীপু ভূঁইয়ার নেতৃত্বে এসব অপকর্ম পরিচালিত হচ্ছে।
রূপগঞ্জের সমাজসেবক এবং জাপান-বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান শনিবার দুপুরে বারিধারার নিজস্ব অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এসব বিষয় তুলে ধরেন। তিনি বলেন, “দেশ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশকে জঞ্জালমুক্ত করতে হবে। উন্নত বাংলাদেশ গড়তে মডেল হিসেবে একটি থানা বা উপজেলা নির্ধারণ করে খুন, ধর্ষণ, দখল, মাদক এবং সন্ত্রাস দমনে কার্যকর ব্যবস্থা নিতে হবে। সর্বসাধারণের অধিকার নিশ্চিত করলেই প্রকৃত উন্নয়ন সম্ভব হবে।”
গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “প্রশাসনের সহযোগিতা পেলে রূপগঞ্জের উন্নয়নে নিজেকে নিয়োজিত করবো। কোনো অপশক্তির হুমকিতে পিছপা হবো না। দেশের জন্য কাজ করতে জনপ্রতিনিধি হওয়া জরুরি নয়, প্রয়োজন কেবল ইচ্ছাশক্তি। আমি আমার জীবনের ঝুঁকি নিয়েও রূপগঞ্জের মানুষের পাশে দাঁড়াবো।”
তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “দলের নেতা-কর্মীদের শৃঙ্খলায় ফিরিয়ে আনতে হবে এবং সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশকে জনতার দেশ হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
সবশেষে, তিনি দেশের রাজনীতিক ব্যক্তিত্ব, সেনাবাহিনী, পুলিশ, আনসার এবং ছাত্র-জনতাকে দেশ গঠনে একত্রে কাজ করার আহ্বান জানান।