কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে অগ্নিসংযোগ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৩ অপরাহ্ণ   |   ১৮০ বার পঠিত
কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে অগ্নিসংযোগ

পটুয়াখালী প্রতিনিধি:-

 

প্রখ্যাত কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
 

মঙ্গলবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনায় তার ঘরবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
 

কাফি নিজেই গভীর রাতে তার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ঘটনার কথা জানান।
 

তিনি লিখেছেন, "মধ্যরাতে আমার বাড়ির রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে। আমি কোন দেশের জন্য, কাদের জন্য কথা বলেছিলাম! যুদ্ধ করেছিলাম এবং এখনো করছি, অথচ নিরাপত্তা পাইনি।"
 

এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে কাফির বাবা মাওলানা মো. এবিএম হাবিবুর রহমান বলেন, "আগুনে আমাদের সবকিছু শেষ হয়ে গেছে, কিছুই অবশিষ্ট নেই। আমাদের পুড়িয়ে মারার উদ্দেশ্যেই এ ন্যক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।"

বিস্তারিত আসছে........