শনিবার (৩০ আগস্ট) দুপুরের পর থেকে রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে তার বাসার সামনে মোতায়েন করা হয় পুলিশ সদস্যদের। দায়িত্বে থাকা কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বিকেল পর্যন্ত কোনো অঘটন ঘটেনি।
এর আগে শুক্রবার সন্ধ্যার পর থেকে রাত অবধি কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। ওই সময় পুলিশ ও সেনা সদস্যদের লাঠিপেটায় গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ আরও কয়েকজন।
এই ঘটনার পর শনিবার বিকেলে বিএনএস সেন্টারে ‘জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স’ ও ‘উত্তরা ছাত্র জনতা’-এর ব্যানারে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচিতে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি তোলা হয়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে—এমন আশঙ্কায়ই জি এম কাদেরের বাসার সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।