ঢাকা প্রেস
কক্সবাজার প্রতিনিধিঃ-
র্যাব কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-৪ থেকে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। র্যাবের দাবি, মৌলভী আকিজ রোহিঙ্গা নেতা মাস্টার মহিবুল্লাহ হত্যা ও রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত চাঞ্চল্যকর "সেভেন মার্ডার"-এর অন্যতম পরিকল্পনাকারী।
সোমবার (১০ জুন) দিবাগত রাতে র্যাব-১৫ বিশেষ অভিযান পরিচালনা করে মৌলভী আকিজসহ ৫ জনকে গ্রেপ্তার করে। র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মৌলভী আকিজসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, অপহরণসহ মোট ২১টিরও বেশি মামলা রয়েছে।
মৌলভী আকিজ রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত "সেভেন মার্ডার"-এর অন্যতম পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত। এই "সেভেন মার্ডার" ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। র্যাবের এই অভিযান রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।