দুর্গোৎসব: সরকারি চাকরিজীবী ও শিক্ষার্থীদের টানা ছুটি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৭ সেপ্টেম্বর ২০২৫ ০২:০৩ অপরাহ্ণ   |   ৩৬ বার পঠিত
দুর্গোৎসব: সরকারি চাকরিজীবী ও শিক্ষার্থীদের টানা ছুটি

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-


আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা চার দিনের ছুটি। সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে ১ অক্টোবর (বুধবার) থেকে ৪ অক্টোবর (শনিবার) পর্যন্ত তারা বিশ্রামের সুযোগ উপভোগ করতে পারবেন।

 

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১ অক্টোবর মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। ২ অক্টোবর বিজয়া দশমীর সরকারি ছুটি। এরপর ৩ ও ৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় চার দিনের টানা ছুটি নিশ্চিত হয়েছে।
 

এর আগে দুর্গাপূজায় সাধারণ ছুটির পাশাপাশি নির্বাহী আদেশে বাড়তি ছুটি ঘোষণা করা হলেও এবার থেকেই ছুটিটি আনুষ্ঠানিকভাবে বার্ষিক তালিকায় যুক্ত করা হয়েছে।
 


সরকার পরিবর্তনের পর ছুটির মেয়াদে ভিন্নতা

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। সে বছরের অক্টোবরেই দুর্গাপূজায় অতিরিক্ত এক দিনের নির্বাহী ছুটি ঘোষণা করে তারা। ফলে তখনও চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি পান।
 

পরবর্তীতে ১৭ অক্টোবর ২০২৪ তারিখে উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০২৫ সালে ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন এবং দুর্গাপূজায় ২ দিন সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে।
 


শিক্ষা প্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন ছুটি

প্রাথমিক বিদ্যালয়:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৯ দিনের ছুটি থাকবে। এর সঙ্গে ২৬ ও ২৭ সেপ্টেম্বরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১১ দিন বিদ্যালয় বন্ধ থাকবে। পুনরায় ক্লাস শুরু হবে ৭ অক্টোবর থেকে।

 

মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ:
সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলোতে ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত পূজার ছুটি থাকবে। এর সঙ্গে ২৬ ও ২৭ সেপ্টেম্বরের সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় মোট ১২ দিনের ছুটি ভোগ করবে শিক্ষার্থীরা। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর থেকে।

 

কারিগরি ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠান:
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্গাপূজায় মাত্র ২ দিন ছুটি থাকবে—১ ও ২ অক্টোবর। অন্যদিকে, মাদরাসাগুলোতে এই ছুটি প্রযোজ্য নয়, ধর্মীয় কারণে তারা এর বাইরে থাকবে।